বিশ্ব

পরিস্থিতি স্বাভাবি হলে প্রবাসী শ্রমিকদের দেশে ফেরার পরামর্শ

ঋদি হক, ঢাকা:- পরিস্থিতি স্বাভাবি হলে প্রবাসী শ্রমিকদের দেশে ফেরার পরামর্শ দিয়েছেন, বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ, কে. আব্দুল মোমেন। এসময় তিনি এও বলেন, বাধ্য না হলে কেউ যেন বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরে না আসেন। ড. মোমেন বলেন, আপৎকালীন সময় পার হলে তাদের জন্য ভাল সময় আসবে। প্রবাসীদের কেউ যেন না খাদ্য সংকটে না থাকেন সে জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের জন্য গঠিত প্রবাসবন্ধুকলসেন্টার এর উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার বিদেশমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদেশমন্ত্রক থেকে সংযুক্ত হয়ে ড. মোমেন বলেন, প্রবাসীরা বাংলাদেশের সম্পদ। তাদের সহযোগিতার জন্য বাংলাদেশের সকল বৈদেশিক দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে।




করোনা ভাইরাস থেকে নিজেদেরকে মুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকল প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেন জানান বিদেশমন্ত্রী ড . মোমেন। কেবল মাত্র সৌদি আরবেই ২২ লক্ষ প্রবাসী বাংলাদশির বাসায় বসে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যান্য দেশের মধ্যে যেখানে অধিক সংখ্যক প্রবাসী আছে সেখানেও এ সেবা চালুর জন্য বাংলাদেশের বৈদেশিক মিশনপ্রধানদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। ড. মোমেন বলেন, নিউইয়র্ক, লন্ডনসহ কয়েকটি দেশে এ সেবা চালু রয়েছে। এসময় প্রবাসীদের বর্তমান পরিস্থিতিতে এসেবা গ্রহণের পরামর্শ দেন বিদেশমন্ত্রী। এটুআই এবং আইসিটি বিভাগের সহযোগিতায় এ কলসেন্টারটি চালু করা হয়। এ কলসেন্টারের মাধ্যমে প্রবাসী ডাক্তাররা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের টেলিফোনে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এসময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।


Loading

Leave a Reply