জেলা

লকডাউনের রাতে মদ পাচারের সময়ে রেল পুলিশের খপ্পরে ২ যুবক

লকডাউনের মধ্যেই কালোবাজারির উদ্দেশ্যে মদ ভর্তি গাড়ি রওনা দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রেল পুলিশের হাতে ধরা পরল দুই যুবক সহ বিপুল পরিমান বিদেশী মদ। ঘটনাটি ব্যান্ডেল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। রেল পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাত দেড়টা নাগাদ ব্যান্ডেল মোড়ের একটি বিলিতি মদের দোকান থেকে ৭৫০ মিলির মোট ৮৯৮ বোতল মদ একটি ম্যাটাডোরে করে রওনা দেয় ২ যুবক।




উল্লেখ্য ,সে সময়ের ভিডিও ক্যামেরাবন্দি করে ফেসবুকে ছেড়ে দেয় স্থানীয়রা। ওই দুই যুবকেরর মধ্যে ছিল গাড়ির চালক ব্যান্ডেল সুভাষনগরের বাসিন্দা প্রবীর সাহা(২৪) এবং সাহাগঞ্জ ইশ্বরবাহার বাসিন্দা সেখ কুতুবুদ্দিন(২৭)। গাড়িটি সপ্তগ্রামের দিকে যাচ্ছিল বলে খবর। পথে ব্যান্ডেল স্টেশনের সামনে তাঁদের গাড়ি আটকায় ব্যান্ডেলের আরপিএফ। সেই গাড়ি থেকেই ওই বিপুল পরিমান বিলিতি মদ উদ্ধার হয়। যার মোট বাজার দর ৪ লক্ষ ৬ হাজার ৩২০ টাকা বলে খবর। এর কয়েকগুন বেশী দামে সেই মদ কালোবাজারে বিক্রি হত বলে রেল পুলিশ সুত্রে খবর। ধৃত ২ জনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।এর পিছনে অন্য কোনও চক্র কাজ করছে কিনা তার তদন্ত করছে পুলিশ।


Loading

Leave a Reply