জেলা

কোনওভাবে হাতছাড়া হতে দেওয়া যাবে না, রেশন, ভোটার কার্ড নিয়ে মদের দোকানে লাইন সুরাপ্রেমীদের

গত দু’দিনে রাজ্যের মদের দোকানগুলিতে ভিড়ের চিত্রটা রীতিমতো শিউরে ওঠার মতো। অনেক জায়গায় ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিসকেও যেতে হয়। এই পরিস্থিতিতে দুর্গাপুরে অভিনব ছবি দেখা গেল। সুরাপ্রেমীদের এই কার্যকলাপে হতবাক হয়ে যান শহরের মানুষ। কারণ নিয়মের বেড়াজালে পড়ে মদ হাতছাড়া হওয়া চলবে না। তাই মদের দোকানের সামনে লাই঩নে ভোটার কার্ড, আধার কার্ড এমনকী রেশন কার্ড নিয়ে হাজির হলেন দুর্গাপুরের বহু সুরাপ্রেমী। তাঁদের কৌতুহলী প্রশ্ন এই কার্ডগুলো থাকলে রেশন পাব তো। মদের দোকান খোলার আগেই প্রখর রোদেও মদের দোকানের সামনে সুরাপ্রেমীদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুরের স্টেশন চত্বর, সিটিসেন্টার, মায়া বাজার বেনাচিতি সর্বত্রই মদ পেতে লাইনের চিত্রটা ছিল একইরকম। এমনকী ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিসি টহলও চলে। একই পরিস্থিতি রানিগঞ্জ, আসানসোলেও। অনেক জায়গায় রোদের হাত থেকে বাঁচতে দোকানের সামনে লাইনে ব্যাগ ফেলে লাইন দিতে দেখা যায়।

মদের দোকানের লাইন দেখে বোঝার উপায় নেই যে এটা রেশন দোকান না মদের দোকান। দুপুর ১২টায় দোকান খোলার কথা থাকলেও সকাল ৯টা থেকে লাইন পড়েছে মদ কেনার। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন মানুষের প্রশ্ন, মদ পেতে গেলে কী কী নতুন নিয়ম হয়েছে। মদ যাতে কোনওভাবেই নিময়কানুনের জেরে হাতছাড়া না হয়, সেজন্য নিজের সব পরিচয়পত্র নিয়ে দোকানের সামনে লাইন দিয়েছেন অনেক সুরাপ্রেমী।

Loading

Leave a Reply