রবিবার রাতে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভদ্রেশ্বরের তেলিনিপাড়া। দফায় দফায় সংঘাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে এলাকায়। সোমবারও থমথমে ছিল এলাকা। সেই পরিস্থিতিতে এলাকায় যেতে চান স্থানীয় অভিনেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তখনই জ্যোতির মোড়ে পুলিশ তাঁকে আটকায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় এলাকায় ১৪৪ ধারা রয়েছে। ওখানে প্রবেশ করতে দেওয়া যাবে না। এরপরই চটে যান সাংসদ বলে অভিযোগ। শুরু হয় পুলিশের সাথে লকেটের বচসা। সেখানে পুলিশ আটকে রাখে লকেট চ্যাটার্জিকে। শেষ পাওয়া খবরে চন্দননগরের সিপি ঘটনার পর্যালোচনা করে সাংসদের সাথে একটি বৈঠক করবেন। ঘটনার জেরে উত্তপ্ত রয়েছে এলাকা।