দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি ফেরার জন্য অনেক পরিযায়ী শ্রমিক সাইকেলেকেই ভরসা করেছেন৷ কিন্তু রাজস্থানের ভরতপুরে কর্মরত ওই পরিযায়ী শ্রমিকের কাছে সাইকেলও ছিল না৷ ২৫০ কিলোমিটার দূরে বাড়ি ফেরার জন্য তাই বাধ্য হয়ে একটি সাইকেল চুরি করেন তিনি৷ তবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাইকেল মালিকের উদ্দেশ্যে একটি চিঠি লিখে ক্ষমা চেয়ে নেন ওই পরিযায়ী শ্রমিক৷স্বাভাবিক সাইকেল মালিকের উদ্যেশ্যে খোলা চিঠি নিয়ে শোরগোল পড়েছে এলাকায়।
সূত্রের খবর, মহম্মদ ইকবাল নামে ওই শ্রমিক রাজস্থানের ভরতপুরে কাজ করতেন৷ সেখানকার রাড়া গ্রামের সাহাব সিং নামে এক ব্যক্তির বাড়ি থেকে সোমবার রাতে একটি সাইকেল চুরি করেন তিনি৷ উত্তরপ্রদেশের বরেলিতে ফেরার জন্য সাইকেলটি চুরি করেন তিনি৷ পরে নিজের বাড়ির বারান্দা ঝাঁট দেওয়ার সময় ওই শ্রমিকের লেখা একটি চিঠি পান সাইকেলের মালিক সাহাব সিং৷
চিঠিতে লেখা ছিল, ‘আমি একজন মজদুর, আবার মজবুরও৷ আমি আপনার কাছে অপরাধী৷ আপনার সাইকেল নিয়ে চললাম, ক্ষমা করবেন৷ আমার কাছে টাকা নেই, তার উপর সঙ্গে একটি প্রতিবন্ধী শিশু রয়েছে ৷আর পরিস্থিতির চাপে পড়ে ইকবালের মতো কয়েকজনকে হয়তো আত্মসম্মান জলাঞ্জলি দিয়েই অন্যের চোখে ‘অপরাধী’ হতে হয়েছে৷ স্বাভাবিকভাবে এই পরিযায়ী শ্রমিকের অবস্থা দেখে পরিস্কার সারাদেশের আটকে পড়া শ্রমিকদের অবস্থাটি ঠিক কেমন !