দেশ

ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের ট্রাক, মৃত প্রায় ১৬ জন পরিযায়ী শ্রমিক

ফের বিহার, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে হওয়া পৃথক তিনটি দুর্ঘটনায় তিন মহিলা-সহ ১৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আর জখম হয়েছেন ৭০ জনের বেশি। মঙ্গলবার ভোরেই নাগপুর স্টেশন থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে করে মহারাষ্ট্র থেকে ঝাড়খণ্ডে ফেরার কথা ছিল। তাই সোলাপুর থেকে বাস করে নাগপুর আসছিলেন ২৫ জন পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার ভোর সাড়ে তিনটের সময় কোলওয়ান গ্রামের কাছে রাস্তা তৈরির কাজে ব্যবহৃত মালপত্র বোঝাই একটি ট্রাককে আচমকা সজোরে ধাক্কা মারে। এর ফলে বাসের চালক ও ৩ পরিযায়ী শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি ২২ জন শ্রমিককে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয়। সোমবার রাতেও উত্তরপ্রদেশের মাহোবা জেলার কমলপুরা গ্রামের কাছে একটি মিনি ট্রাক উলটে মৃত্যু হল তিন মহিলা পরিযায়ী শ্রমিকের। জখম হয়েছেন আরও ১৭ জন শ্রমিক।সোমবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।

অন্যদিকে মঙ্গলবার সকালে বিহারের ভাগলপুরের নৌগাছিয়া এলাকায় একটি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতে কমপক্ষে ৯ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাসটি ফিরছিল। আচমকা দুর্ঘটনার ফলে ট্রাকটি রাস্তার ধারে উলটে পড়ে। এর ফলে তাতে থাকা অনেক শ্রমিকদের মৃত্যু হয়। পাশাপাশি জখম হয়েছেন আরও অনেকে। মধ্যপ্রদেশের ছত্তরপুর থেকে পাথর নিয়ে ফিরছিল একটি মিনি ট্রাক। তার মধ্যে ২২ জন পরিযায়ী শ্রমিকও ছিলেন। কমলপুরা গ্রামের কাছে এসে আচমকা ট্রাকটির একটি টায়ার ফেটে যায়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে পড়ে বাসটি। ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে যান প্রশাসনিক আধিকারিরা। তারপর চাপা পড়া ট্রাকের তলা থেকে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয়।

Loading

Leave a Reply