রাজ্য

কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নির্ধারিত সময়েই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজারহাট. ক্যানিং, গোসাবা-র মতো এলাকা এই সফরে প্রধানমন্ত্রীকে ঘুরে দেখাবেন মমতা ৷ রাস্তা, বিদ্যুৎ পরিষেবা সব বিধ্বস্ত ৷ সামগ্রিক এই ধ্বংসের পরিস্থিতি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থা দেখিয়ে রাজ্যের জন্য আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে ফের একবার আলোচনা করবেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, আমফান বিধ্বস্ত বাংলাকে দেখতে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই রাজ্যে আসার সিদ্ধান্ত নেন মোদি। শুক্রবার মোদি আসার ২০ মিনিট আগেই বিমানবন্দরে পৌঁছে যান মমতা ৷ নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী ৷ আর সেখানেই তাঁর সঙ্গে একটি বৈঠকে সারতে পারেন মুখ্যমন্ত্রী ৷ তারপর দুজনে আকাশপথে সাইক্লোন বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন ৷ এদিন বিমানবন্দরে তার সাথে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকর সহ বিভিন্ন সাংসদরা।

এদিন হেলিকপ্টারে বসিরহাটে যাবেন প্রধানমন্ত্রী৷ বসিরহাট কলেজে তৈরি হয়েছে ২টি হেলিপ্যাড৷ প্রধানমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রীও ৷ জানা গেছে,সকাল ১১.৩০: বসিরহাটে প্রশাসনিক বৈঠক৷

Loading

Leave a Reply