খেলা দেশ

বিশ্বের ধনী খেলোয়াড়দের ১০০ জনের তালিকায় বিরাট, রয়েছেন ৬৬ নম্বর স্থানে

বিশ্বের ধনী ক্রীড়াবিদদের তালিকায় প্রথম একশো জনের তালিকায় এবারও জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের প্রথম একশো জন ধনী ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেই তালিকায় ৬৬ নম্বরে রয়েছেন বিরাট। ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও পুরস্কার অর্থ মিলিয়ে ২০১৯ সালে ২৫ মিলিয়ন ডলারের অধিকারী ছিলেন ভারতীয় ক্রিকেট দলের এই তারকা। ২০২০ সালে কোহলির আয় বেড়েছে আরও ১ মিলিয়ন ডলার। ২০১৮ এবং ২০১৯ সালেও ফোর্বসের বিচারে ধনী ক্রীড়াবিদদের তালিকায় প্রথম একশোয় ছিলেন তিনি। ২০১৮ সালে ছিলেন ৮৩তম স্থানে। আর ২০১৯ সালে ১৭ ধাপ নেমে গিয়ে ১০০তম স্থানে ছিলেন। ২০২০ সালে ফের অনেকটা উঠে ৬৬তম স্থানে রয়েছেন বিরাট।

ফোর্বসের প্রকাশিত তালিকায় প্রথমবার শীর্ষে উঠে এলেন টেনিস তারকা রজার ফেডেরার। ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং পারিশ্রমিক মিলিয়ে শেষ আর্থিকবর্ষে ১০৬.৩ মিলিয়ন ডলারের মালিক ফেডেরার প্রথম টেনিস প্লেয়ার হিসেবে এই কীর্তি গড়লেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অবস্থান করছেন যথাক্রমে বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লায়োনেল মেসি। ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং পুরস্কার অর্থ মিলিয়ে রোনাল্ডোর বার্ষিক আয়ের পরিমাণ ১০৫ মিলিয়ন গলার। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির উপার্জন ১০৪ মিলিয়ন ডলার। করোনার জেরে মার্চের মাঝামাঝি সময় থেকে ইউরোপে বন্ধ ফুটবল। এই কঠিন সময়ে ফুটবলারদের বেতন কমিয়ে দিয়েছে ক্লাবগুলি। তবে ৯৫.৫ মিলিয়ন এবং ৮৮.২ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে পিএসজি তারকা নেইমার ও বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস। ৩৭.৪ মিলিয়ন ডলার রোজগার করে তালিকায় মেয়েদের মধ্যে শীর্ষে রয়েছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা।

Loading

Leave a Reply