জেলা

রেশনের আটায় মিলছে প্লাস্টিক, বর্ধমানের আঞ্জিরবাগানের ঘটনায় চাঞ্চল্য

রেশনের আটায় প্লাস্টিক মেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরের ২৩ নম্বর ওয়ার্ডের আঞ্জিরবাগান এলাকায়। লকডাউন ঘোষণার পর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন সামগ্রী পাচ্ছেন উপভোক্তারা। আঞ্জিরবাগানের উপভোক্তারা রেশন ডিলারের কাছ থেকে প্রতি সপ্তাহের মতো এবারও রেশন নেন। সেখান থেকে আটা বাড়ি এনে তাঁদের চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় হয়। রুটি বানাতে গেলে আটা ছানতে হয়। আটা ছেনে মাখতে গিয়ে তাঁরা দেখেন আটার মধ্যে প্লাস্টিক। ওই পাড়ার প্রায় প্রত্যেকেরই আটার মধ্যে প্লাস্টিক মিলেছে। ভয়ে আটা খাওয়া বন্ধ করে দিয়েছেন তাঁরা। এর জেরে গরিব পরিবারগুলি সমস্যায় পড়েছে।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল সাফ জানিয়েছেন, ওই আটা উপভোক্তারা ফেরত দিন। ওই আটা নেবেন না। আটা খারাপ বা এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি বলেন, এখনও সরকারিভাবে কোনও অভিযোগ পাইনি। তা পেলেই ব্যবস্থা নেবেন।

Loading

Leave a Reply