জেলা

এবার অটোমেটিক স্যানিজাইজ হবে যাত্রীদের লাগেজ, আসানসোল স্টেশনে বসল বিশেষ মেশিন

করোনা যে কী কী থেকে ছড়াতে পারে, আর কী থেকে পারে না তা এখনও সকলেরই অজানা। তাই এবার ব্যাগ থেকে করোনা সংক্রমণ রুখতে অটোমেটিক ব্যাগ স্যানিটাইজার মেশিন বসানো হল আসানসোল স্টেশনে। ভারতীয় রেলের মধ্যে প্রথম আসানসোল স্টেশনেই এই বিশেষ মেশিনটি বসানো হয়েছে। করোনা যুদ্ধে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে চলা এই মেশিনটি প্রস্তুতও করেছে আসানসোল ডিভিশনের এসএনটি বিভাগ। মাত্র ছ’হাজার টাকা খরচে এই বিশেষ মেশিন তৈরি করে নজির গড়েছেন রেলের কর্মী, আধিকারিকরা। মোট দুটি মেশিন এই স্টেশনে বসবে বলে রেলের তরফে জানা গিয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী সংবাদ মাধ্যমে বলেন, আসানসোল স্টেশনেই প্রথম এধরনের মেশিন বসানো হয়েছে। আসানসোল ডিভিশনই এটি প্রস্তুত করেছে। করোনা সংক্রমণ রোধে বড় ভূমিকা নেবে এটি। করোনা কিসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে তা নিয়ে নিত্যদিন নতুন আলোচনা চলছে। এরই মধ্যে অর্থনীতিক কারণে জনজীবনকে স্বাভাবিক করারও প্রচেষ্টা চলছে প্রতিনিয়ত। স্বাভাবিকভাবেই রেল পরিষেবা শুরু হলে যাত্রীরা ব্যাগ নিয়েই যাতায়াত করবে। সেই ব্যাগের মাধ্যমে যাতে কোনওভাবেই করোনা সংক্রমণ এলাকায় ছড়িয়ে না পড়ে, তারজন্য নতুন পদক্ষেপ নিল রেল। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই মেশিনের নীচের অংশে ব্যাগ বা লাগেজ রাখলেই অটোমেটিক মেশিনটি সক্রিয় হয়ে উঠবে। আবার ব্যাগ সরিয়ে নিলে স্যানিটাইজার স্প্রে বন্ধ হয়ে যাবে। এর ফলে যাত্রীদের লাগেজ জীবাণুমুক্ত হবে।

Loading

Leave a Reply