বিশ্ব

ভারতকে প্যাঁচে ফেলতে বাংলাদেশকে এই বিরাট টোপ দিল চীন, আবার কোনও ষড়যন্ত্রের ইঙ্গিত

সীমান্ত ইস্যুতে ভারত চাপ বাড়াতেই অন্য খেলা শুরু করে দিল চীন। ভারতের বন্ধু প্রতিবেশী দেশগুলিকে এবার কাছে টানতে নানা পন্থা অবলম্বন শুরু করে দিল তারা। ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষের পর চীনা বাণিজ্য কূটনীতি বাংলাদেশের পণ্যে বিপুল ছাড় দিল । জানা গেছে, চীনা বাজারে বাংলাদেশি পণ্যের ৯৭ শতাংশই শুল্ক মুক্ত করা হয়েছে। চীনের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। এমনকী বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশ চীনের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশ বিদেশমন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশের শুল্ক পণ্যের ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে চীন সরকার। আগামী ১ জুলাই থেকে এই সুবিধা কার্যক করা হবে। ঢাকায় বিদেশ মন্ত্রকের অন্যতম কর্মকর্তা বলেন, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে এই সুবিধা দিতে চীন সরকারকে অনুরোধ করা হয়েছিল।

স্বল্পোন্নত দেশ হিসেবেই বাংলাদেশকে এমন সুবিধা দিয়েছে চীন। মোট ৫১৬১ টি বাংলদেশি পণ্য এই শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে। ফলে চীনা বাজারে বাংলাদেশী পণ্যের একটা বড় মাত্রায় প্রবেশ ঘটতে চলেছে বলাই যায়। এই বাণিজ্যিক সুবিধা দেশের অর্থনীতিতে গতি আনবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই একটি সিদ্ধান্তেই বাংলাদেশকে আরও কাছে টেনে ভারতকে জব্দ করতে চাইছে চীন। বিশেষ করে নেপাল-ভারত সীমান্ত উত্তেজনা, গুলি চালানা ও ভারত-চীন সীমান্তে হাতাহাতি সমস্ত ঘটনায় এবার সেই ইঙ্গিত মিলছে। ভারতের সমস্ত প্রতিবেশী দেশগুলিকে কার্যত তাদের উপর নির্ভরশীল করে অন্য রাস্তায় ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার রাস্তায় নেমেছে চীন।

Loading

Leave a Reply