জেলা

গেস্ট হাউসে অবাধে চলছিল মধুচক্র, ২ জোড়া কপোত-কপোতিকে আটক করল পুলিশ।

লকডাউনের মধ্যেও গোপনে চলছিল অবাধে দেহব্যবসা। আর এলাকার মানুষ এই মধুচক্রের আসর বুধবার হাতেনাতে ধরল। ঘটনাটি হুগলির কোন্নগরের নবগ্রাম এলাকার। পরে এলাকার মানুষ কানাইপুর ফাঁড়িতে খবর দিলে পুলিশ দুইজোড়া কপোত-কপতিকে আটক করে। পাশাপাশি মধুচক্র চালানোর অভিযোগে গেস্ট হাউস এ তালা লাগিয়ে দেয় স্থানীয় পঞ্চায়েত।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই এলাকার একটি গেস্ট হাউস লকডাউনের এই পরিস্থিতিতেও বহিরাগত যুবক-যুবতীদের আনাগোনা ছিল। স্বাভাবিকভাবে করোনা উদ্ভূত পরিস্থিতিতে বহিরাগতদের আনাগোনা দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। পরে বিষয়টি নজরে রাখতে শুরু করেন তারা। অবশেষে দিন এই চক্র হাতেনাতে ধরলেন স্থানীয়রা। এই গেস্টহাউসে থাকা যুবক-যুবতীদের জিজ্ঞাসা করা হলে তাদের কাছ থেকে অবশ্য সঠিক কোনও উত্তর পাওয়া যায়নি। কেউ বলছেন বান্ধবীর সাথে আড্ডা মারতে, আবার কেউ বলছেন তিনি নাকি এসেছেন বেশ কয়েক ঘণ্টা প্রিয় বান্ধবীর সাথে একাকী গল্প করতে। কিছুক্ষণ এসেছেন আর কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাবে। যদিও এই ঘটনার পর কঠোর পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েত জনপ্রতিনিধিরা। ঘটনাকে ঘিরে এলাকায় রয়েছে চাঞ্চল্য।

Loading

Leave a Reply