বিশ্ব

এবার করোনা রুখতে বন্দুকের নল। করোনা আক্রান্তদের গুলি করে মারার নির্দেশ।

করোনা মোকাবিলায় ভ্যাকসিন নয়, ওষুধ বন্দুকের নল। অবাক হচ্ছেন, তবে এটা উত্তর কোরিয়া। তাই অবাক হওয়ার কোনও বিষয় নেই। চীন থেকে আসা কোনও নাগরিকের করোনা ধরা পড়লে, তাকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিল উত্তর কোরিয়ার কিম জং উনের প্রশাসন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সেনা প্রধান। অনেকদিন ধরেই প্রশ্ন ছিল চীনের একেবারে প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও উত্তর কোরিয়ায় কেন করো না সংক্রমণ হয়নি। যদিও অনেক তথ্য গোপন করা হয়েছে বলেই অভিযোগ। এছাড়া সংক্রমণ ঘটতে চীন ও উত্তর কোরিয়ায় সমস্ত সীমান্ত এলাকা সিল করে দিয়েছে উত্তর কোরিয়া প্রশাসন। এর ফলে চীন থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে।

এদিকে চীন থেকে প্রায় ৮৫ শতাংশ পণ্য উত্তর কোরিয়ায় রপ্তানি হয়। এর জেরেই সীমান্তে চোরাচালানও বেড়ে যাচ্ছে। এর জেরে সীমান্তে বিশেষ বাহিনী মোতায়েন করেছে উত্তর কোরিয়া প্রশাসন। নির্দেশ দেওয়া হয়েছে চোরাচালানকারী কোন চীনা নাগরিককে দেখামাত্র গুলি করা হবে। চীন থেকে কোন নাগরিক জাতীয় উত্তর কোরিয়ায় এসে ঘটনা ছড়াতে না পারে তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উত্তর কোরিয়া প্রশাসন সূত্রে জানা গেছে।

Loading

Leave a Reply