জেলা

সারাবাংলায় পুনরায় টিকাকরণ ও পোলিও দেওয়া চালু হলো।

এবার বাড়ি বাড়ি গিয়ে পোলিও দেওয়া কাজ শুরু হল বাংলায়। সরকারি স্বাস্থ্যবিধি মেনে , শিশুকে স্পর্শ না করে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের পোলিও দেবেন। রবিবার থেকে এই পদ্ধতির পথচলা শুরু হল। জানা গেছে করোনা পরিস্থিতিতে প্রায় ৭ মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল শিশুদের পোলিও খাওয়ানো ও টিকাকরণ। ফলে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছিল শিশুর অভিভাবকদের মনে। চিকিৎসকদের একটি বড় অংশের আশঙ্কা ছিল সঠিক সময়ে শিশুদের টিকাকরন ও পোলিও না দেওয়াই আগামীদিনের সমস্যা হতে পারে তাদের। অবশেষে পশ্চিমবঙ্গের সমস্ত এলাকাতেই রবিবার থেকে ফের টিকাকরণের কর্মসূচি শুরু হল।

এ বিষয়ে টিকাকরণের সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মী জানালেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এই কাজ বন্ধ ছিল। এদিন বিভিন্ম স্বাস্থ্যকেন্দ্র থেকে এটির পথ চলা শুরু হল। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা শিশুদের টিকাকরণ করবেন। একই সাথে সমস্ত হাসপাতালে পূর্বের মত হাসপাতালে এই প্রক্রিয়া চালু থাকবে। দীর্ঘদিন পরে পোলিও চালু হওয়ায় স্বস্তিতে অভিভাবকরাও।

Loading

Leave a Reply