এজেনো অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। অভিনব ক্ষতিপূরণ চেয়ে পঞ্চায়েত প্রধানকে আবেদন জানালেন অভাগা স্বামী। পঞ্চায়েত প্রধানকে লেখা এমনই এক দরখাস্ত ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে কোচবিহারের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হিমন কুমার বল হারিয়ে ফেলেছেন তার স্ত্রীকে।
আর সে কারণেই হারিয়ে যাওয়া বউ ফেরত চেয়ে, আর যদি তা না হয় তাহলে নতুন বউয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানিয়ে দরখাস্ত লিখেছেন হিমন কুমার বল। দরখাস্তয় লেখা আছে “আমার বউ আমার বাড়ি থেকে হারিয়ে যায়। মহাশয়ের নিকট বিনীত নিবেদন এই যে হয় আমাকে ওর বউকে খুঁজে দিন নয়তো একটা নতুন বউ খুঁজে দিয়ে বাধিত করবেন।” এমনকি উপপ্রধানও স্ট্যাপ সহ সাক্ষর করে এই দরখাস্তটি গ্রহণ করেছেন।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()


