সোমবার 8 ই ফেব্রুয়ারী, সোমবার CUTAB বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলো। বেলা দুটো নাগাদ বিধানসভার সামনে CUTAB স্লোগান সহকারে মিছিল শুরু করলে বিশাল পুলিশ বাহিনী বিধান সভার 2 নম্বর গেট এর সামনে মিছিলের গতিরোধ করে । এরকম কঠিন সময়ে অর্থাৎ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে SACT অধ্যাপকদের বঞ্চনার প্রতিবাদে CUTAB এই আন্দোলনের ডাক দিয়েছিল।
SACT সম্পর্কিত সমস্ত অর্ডার সম্পূর্ণরূপে এখনও বাস্তবায়িত হয়নি I এক এক কলেজে এক এক রকম বেতন, একই ওয়ার্কলোড, এক পদমর্যাদা, একই যোগ্যতা হওয়া সত্ত্বেও কোনো অধ্যাপক পাচ্ছেন 33000, কেউ পাচ্ছেন 27000, কেউ বা 25000 l 30 বছর পড়িয়েও সিনিয়র শিক্ষকরা চূড়ান্তভাবে বঞ্চিতই থেকে গেলেন, তাঁদের অভিজ্ঞতার কোনো দামই দিচ্ছেনা পশ্চিমবঙ্গ সরকার l এক বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেলো, জানুয়ারি 2020 থেকে জুন 2020 র বেতন যা আমাদের এরিয়ার হিসেবে পাওয়ার কথা বাস্তবে তা কবে পাবো, কেউ সদুত্তর দিচ্ছেন না I লিভ রুল সহ সমস্ত SUBSEQUENT অর্ডার কবে প্রকাশিত হবে, তা নিয়েও সদুত্তর পাওয়া যাচ্ছে না বিকাশ ভবনের আধিকারিকদের কাছে l তাই অবিলম্বে এই বেতন বৈষম্য দূর করে সকল SACT II অধ্যাপকদের 10 বছর অতিক্রান্ত হলে সমান বেতন প্রদান সহ 65 বছর চাকুরীর সুযোগ, সর্বোপরি সকল SACT I এবং II অধ্যাপক, অধ্যাপিকাদের অভিজ্ঞতা ও যোগ্যতার নিরিখে Assistant Professor দের Basic Pay কে Pay Scale হিসেবে দেওয়া, M.Phil, Old Regulation Ph.D, M.TECH ও NET/SET হয়না এমন Subject এর SACT II দের SACT I Category তে উন্নীত করার দাবিতে আজ CUTAB এর ডাকে এই বিধানসভা অভিযান ছিল। এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষন CUTAB এর আন্দোলন চলবে