নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার এই নতুন বিধি প্রকাশ করেছে, যেখানে নম্বর বিভাজনের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেই নয়, আপার প্রাইমারি টেট পরীক্ষার নম্বর বণ্টনেও এসেছে পরিবর্তন।
বয়সসীমা:
নতুন বিধি অনুযায়ী, ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
অভিজ্ঞ শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা:
সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে, প্রতি বছরের জন্য ২ নম্বর করে এবং সর্বোচ্চ ৫ বছর বা তার বেশি অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ ১০ নম্বর পাওয়া যাবে। ফলে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা এই ১০ নম্বরের পূর্ণ সুবিধা নিতে পারবেন।
নম্বর বিভাজন:
নতুন নিয়োগ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে। বিবরণ নিচে দেওয়া হল:
লিখিত পরীক্ষা (OMR ভিত্তিক): ৬০ নম্বর
শিক্ষাগত যোগ্যতা: ১০ নম্বর
স্নাতক/স্নাতকোত্তরে ৬০% বা তার বেশি নম্বর – ১০ নম্বর
৫০%–৬০% এর মধ্যে – ৮ নম্বর
৫০% এর কম – ৬ নম্বর
শিক্ষকতার অভিজ্ঞতা: ১০ নম্বর
মৌখিক ইন্টারভিউ: ১০ নম্বর
ক্লাস নেওয়ার দক্ষতা (ডেমো ক্লাস): ১০ নম্বর
বিশেষ সুবিধা কর্মরত শিক্ষকদের জন্য এই ৩০ নম্বরের (অভিজ্ঞতা, ইন্টারভিউ ও ক্লাস নেওয়ার দক্ষতা) ক্ষেত্রে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা অতিরিক্ত সুবিধা পাবেন বলে প্রশাসনিক মহলের অনুমান।
![]()

