আপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২ সালে যখন এস আই আর হয় তখন আপনি অথবা আপনার পরিবারের কেউ সেই লিস্ট থেকে বাদ পড়েছেন কিনা তা সহজেই জেনে নিন আপনার ফোন থেকে এইভাবে লগইন করে। প্রথমে গুগলের যেকোনো ডিভাইজে যান তারপর সেখানে গিয়ে https://ceowestbengal.wb.gov.in/ এই লিংক টাইপ করে ওপেন করুন, তারপর ওখানে বিভিন্ন অপশন গুলির মধ্যে ELECTORS অপশনে যান, সেখানে “search your name in electoral roll ” ক্লিক করুন। সেখানে ভোটার কার্ডের উপরে থাকা এপিক নাম্বারটি সঠিকভাবে লিখুন। স্টেটে দিন ওয়েস্ট বেঙ্গল, তারপর enter captcha গিয়ে যে captcha code লেখা আছে সেটি টাইপ করুন। তারপর সার্চ করলেই আপনি সমস্ত তথ্য গুলি দেখতে পাবেন। এমনকি সেখানে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমেত সমস্ত তথ্যই দেখে নিতে পারবেন। তাই সংশয় দূর করে আজই দেখে নিন আপনার পরিবারের কেউ ২০০২ সালের এস আই আর এর থেকে নাম বহির্ভূত হয়েছে কিনা।
![]()


