পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে আজ রাজ্যের প্রতিটি জেলা শাসক এবং পুলিশ সুপারদের ভিডিও কনফারেন্স শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন হাওড়া জেলাকে অতি স্পর্শকাতর হিসাবে ঘোষণা করেন। তিনি মানুষকে অনুরোধ করুন লকডাউন মেনে চলুন। মুখ্যমন্ত্রী আরও বলেন না হলে সংক্রমণ কোনভাবেই রোখা যাবে না। বাড়ি থেকে কেউ বের হবেন না। প্রয়োজন হলে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেবে পুলিশ।
পাশাপাশি পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন প্রতিটি বাজারে পুলিশ পিকেট বসানোর জন্য। মাস্ক ছাড়া কেউ যাতে বাজারে না ঢোকে তার নজর রাখার নির্দেশ দিলেন তিনি। বাজারে যাতে ভিড় না হয় তার জন্য পাঁচজন করে প্রতিটি দোকানে থাকার কথা বলেন। হাওড়াকে ১৪ দিনের মধ্যে গ্রীনজনে আনতে হবে প্রয়োজনে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী মমতা।