টালিগঞ্জ ও তারাতলা থানা এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান চালায় কলকাতা পুলিসের এসটিএফ এবং ডিডি। স্পা সেন্টারে তল্লাশি চালাতেই চক্ষু থ হয়ে যায় অফিসারদের। স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র। শহরের স্পা সেন্টারে রমরমিয়ে দেহ ব্যাবসা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস হানা দিতেই পর্দাফাঁস হল মধুচক্র। পুলিসের জালে এক সিরিয়াল অভিনেতা সহ মোট ১৬ […]