প্রেমিকের ছুরির আঘাতে জখম প্রেমিকা সহ পরিবারের তিন জন। হুগলির চুঁচুড়া মোগলটুলির বাসিন্দা দেবস্মিতা পালের সঙ্গে গত আট বছরের সম্পর্ক চুঁচুড়া টালিখোলার জয়দীপ সিনহার।২০২১ সালে তারা রেজিষ্ট্রি বিয়ে করেন।দেবস্মিতা একটি বেসরকারী সংস্থায় কাজ করেন। বুধবার সেই কাজ করেই মাসির বাড়ি যান দেবস্মিতা। চুঁচুড়া মিলন পল্লীতে দেবস্মিতার মাসি সীমা বসুর বাড়ি।সেখানে তার পিছু নেয় জয়দীপ। জোর […]