বাংলায় একটা প্রবাদ আছে, ‘ধরি মাছ না ছুঁই পানি’। এই মুহূর্তে দেশজুড়ে আলোচিত কৃষিবিল নিয়ে নিতীশ কুমারের দলের অবস্থান ঠিক এমনটাই। সবটাই কি তাহলে বিহার কে লক্ষ্য করে। নীতিশের দলের হঠাৎ অবস্থান বদল নিয়ে অবশ্য সেই জল্পনায় জোরালো হচ্ছে। কারণ আগাগোড়া এই বিলটিকেই সমর্থন জানিয়েছে সংযুক্ত জনতা দল। সংসদের দুই কক্ষেই কেন্দ্র সরকারের আনা এই […]