রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার বেলডাঙার ডুমণিতলার ঘাটে প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় মৃত পাঁচ যুবক।মৃতদের নাম সুখেন্দু দে (২১), পিকন পাল (২৩), অরিন্দম ব্যানার্জী(২০) , সোমনাথ ব্যানার্জী (২২), নিপন হাজরা(৩৭)। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় বিজয়া দশমীর দিন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা আন্ডিগণের ডুবনিতলাঘাট এলাকায়। সূত্রের খবর এদিন প্রতিমা বিসর্জনে গিয়ে নৌকা ডুবি […]