রাজ্য

আগামী দুসপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ, লকডাউন মেনে ঘরে থাকার আবেদন মমতার

করোনা মোকাবিলা করতে গেলে আগামী দু’সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে লকডাউন মেনে ঘরে থাকুন। রাজ্যবাসীর কাছে এমনই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রাজ্যবাসীর উদ্দেশে বলেন, লকডাউন অমান্য করবেন না।

অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। পরের দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। লকডাউন আমাদের পুরোপুরি সফল করতেই হবে। অনেক জায়গায় রাস্তাঘাটে মানুষজন বেরোচ্ছেন। দয়া করে বাড়িতে থাকুন। বাড়িতে থেকে সুস্থ হওয়া যায়। রাস্তায় বসে আড্ডা মারা বন্ধ করুন। সবাই মিলে লড়াই করতে হবে। হাটে বাজারে যারা যাচ্ছেন, বারবার বলা হচ্ছে ভিড় করবেন না। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। অত্যাবশ্যকীয় পণ্য বাজারে মিলছে।

তাই দূরত্ব বজায় রেখে জিনিস কিনুন। চিন্তা করবেন না। মানুষের সুবিধার্থে হোম ডেলিভারি ছাড় দেওয়া হয়েছে। আতঙ্কিত হবেন না। তিনি এদিন রাজ্যবাসীর কাছে আবেদন করেন, আর কেউ যদি দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন তাহলে রাজ্য সরকারের কাছে তথ্য দিন। তাঁদের কোয়ারেন্টাই রাখা হবে। অযথা কোয়ারেন্টাইনে থাকার জন্য আতঙ্কিত হবেন না। কোয়ারেন্টাইন একেবারে ঘরের মতোই। আলাদা কিছু নয়।

Loading

Leave a Reply