কথা ছিল এবারেও খুশির ঈদ কাটাবেন পরিবারের সকলের সাথে। আর কয়েকটা দিন পরেই ঘরের ছেলে ঘরে ফিরবে, সেই আশায় প্রহর গুনছিলেন পরিজনরা।তবে ঈদের আগেই অবশ্য ঘরে ফিরছে ছেলে। যদিও সেই ছেলের দেহে অবশ্য প্রাণ নেই। কফিনবন্দি হয়েই নিথর দেহ ফিরবে ঘরে। কারণ, কাশ্মিরে জঙ্গিদের বুলেট কেড়ে নিয়েছে মুর্শিদাবাদের রেজিনগর থানার গোপালপুরের বাসিন্দা বিএসএফ জওয়ানের তরতাজা প্রাণ। তাই ঈদের আগেই শোকস্তব্ধ পরিবারের লোকজন সহ এলাকার মানুষ। জানা গেছে, কাশ্মিরের শ্রীনগরে জঙ্গিদের গুলিতে বুধবার বিকেলে বিএসএফের ৩৭ নং ব্যটেলিয়ানে কর্মরত
জিয়াউর হকের মৃত্যু হয়। সূত্রের খবর, জিয়াউর এদিন বিকালে সব্জি বাজার করছিল। সেইসময় রাস্তায় ঘিরে তাকে গুলি করা হয় বলে সূত্রের খবর। জিয়াউরের সহকর্মী আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধের সময় জিয়াউরের বাবার কাছে ফোন মারফৎ মৃত্যু সংবাদ আসে। বৃহস্পতিবার ময়নাতদন্ত করে দেহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে আনা হচ্ছে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পরিবারসূত্রে জানা গেছে, ১৩ বছর সে চাকরিরত ছিল। আড়াই মাস আগে চনডিগড় থেকে কাশ্মিরে যোগ দেয় সে। ঈদের ছুটিতে বাড়ি আসার কথা ছিল জিয়াউরের। নিহত সেনা জওয়ানের ২ কন্যাসন্তান সহ স্ত্রী রয়েছেন। স্বাভাবিকভাবে ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।