দেশ

এবার পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে চলে গেল সরকারি বাস, নিন্দার ঝড় দেশজুড়ে

পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কিছুতেই কাটছে না। কয়েকদিন আগেই মহারাষ্ট্রে 16 জন শ্রমিকের রেলের চাকায় পড়ে মৃত্যু হয়েছে। আবারও কিছুটা হলেও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এক্ষেত্রে অবশ্য স্থান আলাদা। এবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মোজাফফর নগর এলাকায়। হাঁটাপথে শ্রমিকরা বাড়ি ফিরছিল। দীর্ঘ পথ হাঁটার পর ক্লান্ত হয়ে তারা রাস্তার পাশে শুয়ে পড়েছিল। একটি সরকারি বাস 6 জন শ্রমিকের উপর দিয়ে চলে যায় বলে জানা গেছে। উল্লেখ্য আগাম কোনো ছাড়াই হঠাৎ করে লকডাউন হওয়ার ফলে লক্ষ্য লক্ষ্য পরিযায়ী শ্রমিক বিপদে পড়েছেন।

অভিযোগ অধিকাংশ জায়গাতেই তারা খেতে পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই ফ্যামিলি নিয়ে মাইলের পর মাইল অনেকেই হাঁটাপথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের শ্রমিকরা ক্লান্ত রেললাইনে শুয়ে পড়ে তাদের ওপর দিয়ে মালবাহী ট্রেন চলে যায়।১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। তারপর উত্তরপ্রদেশে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সূত্র থেকে জানা গেছে সরকারি ওই বাসটি সম্পূর্ণ খালি যাচ্ছিল। বাসের ড্রাইভার পলাতক। ঘটনা প্রকাশ্যে আসায় দেশজুড়ে আবারও সমালোচনার ঝড় উঠেছে।

Loading

Leave a Reply