জেলা

করোনা ঠেকাতে গ্রামে বাঁশের বেড়া দিয়ে ‘আইসোলেশন’ তৈরি করল আরামবাগের মাধবপুরের মানুষ।

করোনা ঠেকাতে নিজেদের গ্রামে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে গ্রামের প্রবেশ পথ বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিলেন গ্রামবাসীরা। এভাবেই ভিলেজ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিল হুগলি জেলার মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ষাটপুর গ্রামের যুবকরা।

জানা গেছে, এই গ্রামে প্রায় হাজার দুয়েক মানুষের বাস। এর আগে প্রবাসী গ্রামবাসীদের মেডিকেল পরীক্ষা করিয়ে তবেই গ্রামে ঢোকার ফতোয়া ঢ্যাঁড়রা পিটিয়ে প্রচার করে ভালো সাড়া মিলেছিল। প্রবাসীদের মেডিকেল চেক আপের পর তবেই গ্রামে ঢুকতে পেরেছিল তারা। এবার বাইরে থেকে কোন ফেরিওয়ালা বা বিক্রেতা বা অন্যকেও গ্রামে ঢুকে যেন করোনার বীজ না ছড়াতে পারে তার জন্যই এই অভিনব গ্রাম আইসোলেশনের পথ বেছে নিল এই গ্রাম।

গ্রামের কেও যেমন বাইরে বের হবে না তেমনি বাইরেরকেও গ্রামে ঢুকবে না। এই পন্থায় গ্রামে সুরক্ষা বলয় গড়ে নজীর গড়ল ষাটপুর গ্রাম। তারা ঠিক করেছে আপাতত ৩১ তারিখ পর্যন্ত এই নিয়ম বলবৎ রাখবে। তার পর পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেবে গ্রামের মানুষ।

Loading

Leave a Reply