দেশ

করোনা মোকাবিলায় মোদি সরকারের পদক্ষেপ নিয়ে এবার মুখ খুললেন WHO এর প্রতিনিধি

করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী জেরবার। পৃথিবীর 200 টির বেশি দেশ এই ভাইরাসে আক্রান্ত। বিশ্বজুড়ে চলছে মৃত্যুর মিছিল। পৃথিবীর তাবর বিজ্ঞানী ও চিকিৎসকের সম্মিলিত প্রচেষ্টাও এই মৃত্যু মিছিল আটকাতে পারছে না। ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা ২০০০০ ছাড়িয়েছে।প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে মার্চের 24 তারিখ থেকে সারা ভারত জুড়ে লকডাউন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলছে করোনা পরীক্ষা। কিন্তু ভারত কি সঠিক পথে এগোচ্ছে? এবার ভারতের পদক্ষেপ নিয়ে মুখ খুললেন হু এর প্রতিনিধি।হু-এর প্রতিনিধি জানাচ্ছেন, অন্যান্য দেশের কনটেইনমেন্ট জোনে থাকা বা সন্দেহজনক মানুষের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ করোনা পজিটিভ। সেই প্রেক্ষাপটে এমন দিক দিয়ে ভারতে ৪ থেকে ৫ শতাংশ মানুষ করোনা পজিটিভ। তবে টেস্টিং আরও বাড়াতে হবে।




পাশাপাশি তিনি আরো বলেন ভারত টেস্টিং এর ক্ষেত্রে কীটের গুণগত মানের দিকে গুরুত্ব দিচ্ছে। এটি একেবারে সঠিক পদক্ষেপ। টেস্টিং এর গুণগত মান ভালো না হলে পরীক্ষা করার কোন অর্থ হয় না। পাশাপাশি তিনি কেরলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন কেরল যেভাবে এই পরিস্থিতি সামলাচ্ছে তা যথেষ্ট প্রশংসার যোগ্য। নিপা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে কেরল উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল।সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, যেভাবে ভারত করোনা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে তা যথোপোযুক্ত। খুব ভালোভাবে প্রতিটি উদ্যোগই এই দেশে কার্যকরী হয়েছে। এবার ভারতের সামনে একমাত্র চ্যালেঞ্জ হল, লকডাউন উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।



Loading

Leave a Reply