রাজ্য

কার নির্দেশে করোনায় মৃতদের সার্টিফিকেট দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি? জানতে চাইল কেন্দ্রীয় প্রতিনিধি দল।

এই মুহূর্তে প্রতিদিনই হুহু করে বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। যদিও রাজ্যের সঙ্গে কেন্দ্রের দেওয়া তথ্যে যথেষ্ট গরমিল রয়েছে। রাজ্যের হিসাবে আক্রান্তের সংখ্যা অনেক কম হলেও কেন্দ্রের হিসাবে এরাজ্যে আক্রান্তের সংখ্যা 400 ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে এসেছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে নিয়ে নাটক কম হয়নি। কেন্দ্রীয় পর্যবেক্ষক দল তাদের কাজ শুরু করার পরেই নানান প্রশ্ন তৈরি হয়েছে। বিভিন্ন এলাকা ও বিভিন্ন হাসপাতালে ভিজিট করার পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল চিঠি দিয়ে বেশ কিছু তথ্য জানতে চেয়েছেন বলে সূত্রের খবর। ওই সূত্র থেকে জানা গেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল জানতে চেয়েছেন রাজ্যে এখন পর্যন্ত কত মানুষের পরীক্ষা করা হয়েছে? রাজ্যে কতগুলি হাসপাতালে করোনা রোগীদের ভর্তি করা হচ্ছে?



সেখানে বেড সংখ্যা কত? ভেন্টিলেশন এর অবস্থা কতটা আছে? এইসব প্রশ্নের পাশাপাশি নাকি জানতে চাওয়া হয়েছে কার নির্দেশে করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর ক্ষেত্রে সার্টিফিকেট দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে? উল্লেখ্য এরাজ্যে নিয়ম করা হয়েছে করোনা হাসপাতালে চিকিৎসকরা কোন রোগীর ডেথ সার্টিফিকেট দেবেন না। তারা সমস্ত নথি বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠিয়ে দেবেন। ওই পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি সমস্ত কিছু যাচাই করে জানাবেন রোগীর মৃত্যু করোনায় হয়েছে কিনা। এই বিষয়টি নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে চিকিৎসকরাও নানান সময়ে নানান প্রশ্ন তুলেছেন। এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক দল প্রশ্ন তোলায় বিষয়টি আরো জটিল হলো বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।







Loading

Leave a Reply