রাজ্য

কেন্দ্র জিএসটির হার বাড়ানোয় বন্ধ পশ্চিমবঙ্গ রাজ্য লটারি

কেন্দ্রীয় সরকার লটারিতে পণ্য পরিষেবা করের হার ১২ শতাংশ থেকে বাড়িয়ে এক ধাক্কায় ২৮ শতাংশ করায় ২ মার্চ থেকে বন্ধ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি। নতুন হার ১ মার্চ থেকে কার্যকর হয়েছে। এই বর্ধিত জিএসটির জেরে রাজ্য লটারির টিকিট বিক্রিতে যুক্ত হাজার হাজার এজেন্ট বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। লোকসান করে তারা টিকিট বিক্রি করতে রাজি নয়। তার জেরেই পশ্চিমবঙ্গ রাজ্য লটারির ড্র পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। প্রসঙ্গত, গত অর্থ বছরে ২২৩ কোটি টাকা লাভ করে লটারির ইতিহাসের রেকর্ড করে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দফতরের কর্তাদের একাংশের দাবি মোদি সরকারের বিমাতৃসুলভ সিদ্ধান্তের জেরে রাজ্য লটারি বন্ধ হয়ে গেছে। এর সমাধানে নবান্নের শীর্ষ মহল সুসংহত লটারি নীতি তৈরি করেছে বলেও জানা গেছে।

কিন্তু কবে থেকে ফের পশ্চিমবঙ্গ রাজ্য লটারির খেলা শুরু হবে তা এই মুহূর্তে অনিশ্চিত। জানা গেছে, রাজ্য সরকার লটারি এজেন্টদের ৩০ শতাংশ কমিশন দেয়। তার থেকেই এজেন্টরা ১২শতাংশ জিএসটি মিটিয়ে দিতেন। কিন্তু ১ মার্চ থেকে এজেন্টকে জিএসটি বাবদ অনেক বেশি টাকা দিতে হচ্ছে। তাই টিকিট বিক্রি করে কার্যত লাভ থাকছে না বললেই চলে। ফলে ডিস্ট্রিবিউটর, এজেন্টরা লটারি টিকিট বিক্রি করতে চাইছেন না।

Loading

Leave a Reply