অবশেষে আইএসএল খেলার পাকাপাকিভাবে ছাড়পত্র পেল ইস্টবেঙ্গল। ১১ তম দল হিসেবে ইন্ডিয়ান সুপার লিগে অন্তর্ভুক্তির বিষয়টি সরকারিভাবে ঘোষণা করা হলো। এনিয়ে কার্যত উৎসব শুরু করে দেন সভ্য সমর্থকরা। তবে উৎসবের মাঝেই নতুন কোচ কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। কোচের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন লিভারপুলের প্রাক্তন তারকা রবি ফাউলার। কোচ হিসেবে ভাসছে স্পেনের ইউসেবিও মেনার নামও।
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ স্টিভেন কনস্টানটাইনের নামও উঠেছে কোচের দৌড়ে। এছাড়া বুন্দেসলিগায় কোচিং করানো এক জার্মান কোচ সম্ভাবনাও জোরালো হচ্ছে। তবে শ্রী সিমেন্টের তরফে জানানো হয়েছে, বুধবার সম্ভবত কোচের নাম ঘোষণা করা হবে। এমনকী সেইদিন বিদেশি ফুটবলারদের নামও জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানা গেছে। তবে ২০ অক্টোবর পর্যন্ত ফিফার প্রথম খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে তাই চলতি সপ্তাহেই পুরো দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল।