আদালতের রায়ে তার পক্ষে গেলেও টাটা সনসের এগজিকিউটিভ চেয়ারম্যান পদে ফিরবেন না সাইরাস মিস্ত্রি। এমনকী টিসিএস, টাটা টেলিসার্ভিস বা টাটা ইন্ডাস্ট্রিজ বোর্ডের ডিরেক্টর হতেও তিনি আগ্রহ প্রকাশ করেননি। একটি বিবৃতিতে একথা স্পষ্ট করেছেন সাইরাস মিস্ত্রি। তাঁর বক্তব্য, আমার কাছে কোনও ব্যক্তি বা আমার ব্যক্তিগত স্বার্থের থেকে বেশি গুরুত্বপূর্ণ টাটা গোষ্ঠীর স্বার্থ। নির্দেশ আমার পক্ষে গেলেও আমি এক্সিকিউটিভ চেয়ারম্যান অথবা টিসিএস, টাটা টেলিসার্ভিস বা ইন্ড্রাস্টিজের ডিরেক্টর হতে চাই না। তবে তিনি জানিয়েছেন, টাটা সন্সের মান উন্নয়ন ঘটাতে তিনি পরিচালন পর্ষদে একটি আসন চাইবেন।
প্রসঙ্গত গত ১৮ ডিসেম্বর এনসিএলএটি টাটা সন্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে সাইরাস মিস্ত্রিকে পুনর্বহাল করার নির্দেশ দেয়। পাশাপাশি টিসিএস, টাটা টেলিসার্ভিস এবং টাটা ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদ তাঁকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও এই নির্দেশ বরখাস্ত হওয়ার সময় এরপরে ওই পদগুলিতে তার অবশিষ্ট থাকা পাঁচ মাসের সময়সীমা জন্য। অন্যদিকে এনসিএলটির নির্দেশের বিরুদ্ধে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে গিয়েছে টাটা সন্স। তারপরে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন করেছেন রতন টাটা। যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। এই ঘটনা কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে আসছে। এই পরিস্থিতিতে সাইরাস মিস্ত্রির এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।