দেশ

নিরাপদ নয় জুম অ্যাপ, সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক

লকডাউন পিরিয়ডে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে মার্কিন সংস্থার একটি অ্যাপ জুম ভিডিও অ্যাপ। গৃহবন্দি মানুষের মধ্যে এই অ্যাপ ডাউনলোড করার প্রবণতা গত এক মাসে ব্যাপক হারে বেড়েছে। গুপ গ্রুপ ভিডিও কলিং বা কোনও সরকারি কনফারেন্স মিটিং অথবা স্কুল-কলেজের অনলাইন টিচিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে জুম অ্যাপটিকে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সর্তকতা জারি করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অ্যাপটি নিরাপদ নয়। কিন্তু হঠাৎ করেই এই জুম অ্যাপ ব্যবহারের হিড়িক কেন পড়ল!



জানা গেছে, এই অ্যাপের মাধ্যমে সর্বাধিক একসঙ্গে ১০০ জনের সাথে ভিডিও কনফারেন্স করা যায়, এছাড়া বিনামূল্যে ৪০ মিনিট ধরে এই ভিডিও কনফারেন্স চলতে পারে। এছাড়া টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে আরও অনেক বেশি সুবিধা পাওয়া যাবে, তাই এই লকডাউন পিরিয়ডে ডাউনলোড করার প্রবণতা যথেষ্ট হারে বেড়ে গেছে। গত এক মাসে মার্কিন মুলুকেও এই অ্যাপটি ব্যাপক হারে ব্যবহার বেড়ে গেছে। জানা গেছে এক দিনে ওই অ্যাপটি ৩.৪ লক্ষ বার পর্যন্ত ডাউনলোড করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছিল এই অ্যাপের ব্যবহার কতটা নিরাপদ। এমনকী এই অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলে সিঁধ কাটছে না তো হ্যাকাররা। এবার সেটাই স্পষ্ট করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকারি ক্ষেত্রে ও প্রয়োজনীয় কনফারেন্সের ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার নিরাপদ নয়। তবে ব্যক্তিগতভাবে এই অ্যাপ কেউ ব্যবহার করলেও সবরকম সতর্কতা মেনেই ব্যবহার করা উচিত বলে জানিয়েছে কেন্দ্র।





Loading

Leave a Reply