রাজ্য

পুজোর মুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’! কী বলছেন আবহাওয়াবিদরা

পুজোর মুখে কী ফের ঘূর্ণি ঝড়ের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের তরফে এখনও স্পষ্ট করে কিছু বলা না হলেও সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। কারণ পুজোর মুখে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপ শুক্রবার নাগাদ উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে। এটি উত্তর-পশ্চিম অভিমুখে অন্ধ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ১০ অক্টোবর নাগাদ এটি শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ।

এই সময় আন্দামান সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে সেটি সাধারণত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর প্রতি মুখ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে থাকবে না। তবে ওড়িশা অন্ধ অঞ্চলে ঘূর্ণিঝড় তৈরি হলে তার পরোক্ষ প্রভাবে রাজ্যে বৃষ্টি বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ঘূর্ণিঝড়ের নামকরণ এর যে তালিকা প্রকাশ হয়েছে তা অনুযায়ী যদি এটি তৈরি হয় তাহলে তার নাম হবে গতি আর এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ভারত। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে অবশ্য এখনও পর্যন্ত অবশ্য ঘূর্ণিঝড়ের কোনও সতর্কবার্তা জারি করেনি। তবে যদি এই ঘূর্ণিঝড় হয় তাহলে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় নিতে কিছুটা দেরি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

Loading

Leave a Reply