জেলা

পূর্বস্থলীর গোপীনাথের রথ উৎসবের আড়ম্বর কমছে, হেমাতপুরে মাসির বাড়িতেও যাবে না রথ

করোনা আবহে পূর্বস্থলীর শ্রীরামপুরের গোপীনাথের রথ উৎসবের আড়ম্বর এবার কমছে। হেমাতপুরে মাসির বাড়িতেও যাবে না গোপীনাথের রথ। যদিও পূজার্চনা মন্দিরেই হবে। বৃহস্পতিবার একথা জানান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ও গোপীনাথ রথ উৎসব কমিটির প্রধান উদ্যোক্তা স্বপন দেবনাথ। গত এক দশক ধরে শ্রীরামপুর গোপীনাথের রথ উৎসব জমে উঠেছিল। রাজ্যের নানা মন্ত্রীর পাশাপাশি সেলিব্রিটিরা আসতেন। প্রতিদিন পাঁচ হাজার ভক্ত বসে ভোগপ্রসাদ খেতেন। কিন্তু এবার করোনা আবহে সেই জাঁকজমক অনুষ্ঠান আর হচ্ছে না।

এদিন স্বপনবাবু বলেন, শুক্রবার জগন্নাথদেবের স্নান যাত্রা। সেই মতো সমস্ত পুজোর অনুষ্ঠান হবে সামাজিক দূরত্ব মেনে। রথযাত্রার দিনও সমস্ত পুজো প্রক্রিয়া হবে। রথে গোপীনাথকে চাপানো হবে। কিন্তু ওই রথ এবার হেমাতপুরে মাসির বাড়ি যাবে না। করোনা আবহের জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

Loading

Leave a Reply