দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন বুধবার সরকার করোনা মোকাবিলায় বেশকিছু গাইডলাইন প্রকাশ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বেশ কিছু উল্লেখযোগ্য দিক এর কথা বলেছেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ কৃষিকাজ, তথ্যপ্রযুক্তি,ই কমার্সে ২০ এপ্রিল এরপর আংশিক ছাড় দেওয়া হবে। পাশাপাশি সারা দেশজুড়ে আন্তঃরাজ্য পরিবহন বন্ধ আছে ২৯ এপ্রিল এরপর আন্তঃরাজ্য পরিবহন ধাপে ধাপে চালু হবে।
এছাড়া সারাদেশে দুধ, চা, কফি,পোল্ট্রি উৎপাদনে ২০ তারিখের পর কিছুটা ছাড় মিলবে। অন্যদিকে গুরুত্ব দেওয়া হয়েছে গ্রামের দিকেও। গ্রামের অর্থনৈতিক পরিকাঠামো যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে সেজন্য কৃষিকাজ ও উদ্যানপালন এ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তবে দেখা হবে ঐ সমস্ত এলাকায় কোন করোনা আক্রান্ত আছে কি না। যদি থাকে তাহলে কিন্তু এই ছাড় নাও মিলতে পারে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সারাদেশে বাধ্যতামূলক করে দেয়া হলো মাস্ক। বাড়ির বাইরে বের হলে প্রত্যেকটি মানুষকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। নইলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে বলেও স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইনে জানানো হয়েছে।