দেশ

বাড়ি ফেরার পথে উত্তরপ্রদেশে গুরুতর আহত বাংলার ৩০ শ্রমিক

ফের যোগির রাজ্যে ভয়ঙ্কর পথদুর্ঘটনা। ট্রাক চাপা পড়ে জখম বহু বাঙালী পরিযায়ী শ্রমিক। উত্তরপ্রদেশের একইদিনে প্রয়াগরাজ ও মির্জাপুরে দুটি ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন শ্রমিকের দল। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৩ পরিযায়ী শ্রমিকের।

জানা গেছে, হাজার হাজার কিলোমিটার পথ হাঁটছেন পরিযায়ী শ্রমিকরা৷ গন্তব্য নিজের রাজ্য, নিজের বাড়ি৷ প্রথম দফার লকডাউন শুরু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক পথে নেমেছেন। সমস্তরকম যান চলাচল ছিল বন্ধ, পায়ে হেঁটেই মাইলের পর মাইল পাড়ি দিয়ে কেউ বাড়ি পৌঁছেছেন, কারও মৃত্যু হয়েছে রাস্তাতেই। এর রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনায় মৃত্যু ও জখম ঘিরে চাঞ্চল্য।

Loading

Leave a Reply