দেশ

ভারতে করোনা আক্রান্তের গ্রাফ নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা, বাড়ছে ধোঁয়াশা।

শেষ ৮ দিন ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই অনুমান করেছিল ঘোষণার পর দেশে করোনা আক্রান্তের সংখ্যা কোনভাবেই বৃদ্ধি পাবে না। কিন্তু বাস্তব পরিস্থিতি হয়েছিল সম্পূর্ণ উল্টো। ঘোষণার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে দিয়েছিল আক্রান্তের সংখ্যা। চিকিৎসকরা বলছেন যদি লকডাউন ঘোষণা না হতো তাহলে এই সংখ্যা এতদিনে ধরাছোঁয়ার বাইরে চলে যেত। বেসরকারি মতে এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার এর আশেপাশে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো টানা সাতদিন আক্রান্তের সংখ্যা বাড়ার পর শেষ ২৪ ঘন্টায় কুড়ি শতাংশ কমেছে।

২৮ মার্চ দেশে করোনার মোট ১৪১ জন আক্রান্ত হয়েছিল । এরপর ২৯ মার্চ ওই সংখ্যা ১১৫ এ নেমে গেছিল। এরপর ৩০ মার্চ সংখ্যা বেড়ে ১৯০ হয়। ৩১ মার্চ ৩০৬, ১লা এপ্রিল ৪২৪,২রা এপ্রিল ৪৮৬ , তিন এপ্রিল ৫৬০, ৪ এপ্রিল ৫৭৯, পাঁচ এপ্রিল ৬০৫, ৬ এপ্রিল ৪৮৯ হয়েছিল, যেটা পাঁচ এপ্রিলের তুলনায় ২০ শতাংশ কম ছিল। কিন্তু বেসরকারি সূত্রে যা খবর মিলছে তাতে করে ৭ই এপ্রিল আবার সংখ্যাটা বেশ খানিকটা বেড়ে গেছে। কাজেই এখনো এই পরিস্থিতি উপস্থিত হয়নি যে নিশ্চিন্তে বলা যাবে আক্রান্তের সংখ্যা শতাংশের বিচারে কমছে। আসলে একদিন কমলে আবার পরদিন দেখা যাচ্ছে বেশ কিছুটা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এখনই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

Loading

Leave a Reply