জেলা

“মদ মেয়েতে বিক্রি হচ্ছে বিজেপির পদ”।কুশপুতুল পোড়ানো হলো জেলা সভাপতির। তুমুল বিক্ষোভ সংসদের বাড়ির সামনে।

যখন বিজেপিকে রাজ্যে দ্বিতীয় বৃহৎ শক্তি বলে মনে করা হচ্ছে। এবং অনেকেই মনে করছে 2021 এর বিধানসভা নির্বাচনে এরাজ্যে ক্ষমতা দখল করতে পারে বিজেপি তখনই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে বিজেপির একটি বড় অংশ। যেমনটা রবিবার ঘটল ঠাকুর নগর এলাকায়। জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে রবিবার মিছিল করল বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা। পোড়ানো হল জেলা সভাপতির কুশপুতুল। ঘটনায় বেশ অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব। বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বারাসত জেলা বিজেপি বাঁচাও কমিটি। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে শুরু হয়ে এদিন মিছিল যায় সবেতো তলার মোড় পর্যন্ত। সেখানেই জেলা সভাপতির কুশপুতুল দাহ করা হয়।

বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা এদিন প্ল্যাকার্ডে জেলা সভাপতির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেছেন। প্ল্যাকার্ডে কোথাও লেখা,”দিনে নারী রাতে মদ, বিক্রি হচ্ছে বারাসত জেলা বিজেপির পদ।” কোথাও আবার লেখা, “তৃণমূলের দালাল মাতাল শঙ্কর চট্টোপাধ্যায় দূর হটো।” কোথাও লেখা, “ধর্ষণকামী, নারীলোলুপ শঙ্কর চট্টোপাধ্যায়ের শাস্তি চাই। দীর্ঘদিন ধরেই জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল বারাসত জেলা বিজেপির কর্মীদের অন্দরে। রবিবার তারই বহিঃপ্রকাশ ঘটল। সমস্ত বিষয় নিয়ে সাংসদ শান্তনু ঠাকুর বলেন তিনি একজন জনপ্রতিনিধি এ বিষয়ে তার কিছু করার নেই। কারণ তিনি সরাসরি দলের কোনো সাংগঠনিক পদে নেই। এ বিষয়ে যা বলার রাজ্য নেতৃত্ব বলবে। অন্যদিকে অভিযুক্ত জেলা সভাপতি বলেন এ সমস্ত ঘটনা ঘটেছে তা তার জানা নেই। কারো অভিযোগ থাকলে সরাসরি রাজ্য নেতৃত্তের কাছে অভিযোগ করুক। এইসব মিথ্যা অভিযোগ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। সব মিলিয়ে বিষয়টি প্রকাশ্যে চলে আসায় চূড়ান্ত অস্বস্তিতে দল। এখন দেখার রাজ্য নেতৃত্ব এই ঘটনার পর কোন পদক্ষেপ গ্রহণ করেন কিনা।

Loading

Leave a Reply