দেশ রাজ্য

মোদি ও অমিত শাহকে বধ করল তৃণমূলের ছাত্র সংগঠন

ছৌ নৃত্যের তালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বধ করল তৃণমূল ছাত্র পরিষদ। এমনই প্রতীকী বদ করার দৃশ্য দেখল গোটা ধর্মতলা চত্বর। রবিবার ধর্ম তলায় তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চের সামনে পথনাটিকার সঙ্গে ছৌ নৃত্য পরিবেশন করেন ছাত্র-ছাত্রীরা। সেখানেই পুরুলিয়া থেকে আসা ছাত্রছাত্রীরা ছৌ নৃত্যের মাধ্যমে মহিষাসুরমর্দিনী পরিবেশন করেন। যদিও এদিনের মহিষাসুরমর্দিনী’র দৃশ্যপট কিছুটা হলেও যেন ছিল অভিনব। এনআরসি ও সিএএর প্রতিবাদে ধর্না মঞ্চে সেই অভিনব আন্দোলন করতে দেখা গেল ছাত্র-ছাত্রীদের। সেখানে মহিষাসুরকে মোদি এবং অমিত শাহের ছবি আঁকা পোস্টার পরিয়ে দেওয়া হয়।

রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, বধ মানে প্রতীকি ব্যাপার। আমরা চাই বিজেপিকে রাজনৈতিকভাবে হারাতে। নাগরিকত্ব আইনে ভারতের জনতাকে বিভাজন করে যারা মানুষকে বধ করতে চাইছেন, তাঁদের লোকায়ত শিল্পের মাধ্যমে এভাবে প্রতীকি প্রতিবাদ করা হল। এর সঙ্গেই ধর্না মঞ্চে প্রথম দফার দায়িত্ব শেষ হল তৃণমূল ছাত্র পরিষদের।  সোমবার থেকে অবশ্য মহিলা তৃণমূলের তরফে এই ধর্না মঞ্চে আন্দোলন শুরু হয়েছে। ৩১ জানুয়ারি থেকে ফের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ধর্না দেবেন ছাত্ররা। প্রসঙ্গত তৃণমূল ছাত্র পরিষদের এই ধর্না মঞ্চে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাত্রদের এই আন্দোলনে সাহস জুগিয়েছেন।

Loading

Leave a Reply