ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট।দক্ষিণ ত্রিপুরা:- বিলোনিয়া মহকুমার অন্তর্গত রাধানগর জিম সেন্টারের উদ্দ্যোগে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে অলিম্পিয়ান দীপা কর্মকারকে সম্বর্ধনা প্রদানকরাহয়। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, দক্ষিন ত্রিপুরার পাওয়ার লিফ্টিং এসোসিয়েশান এর সভাপতি ডাক্তার নিলয় রতন সুর, দক্ষিন ত্রিপুরার জেলা সহসভাধিপতি বিভিষন চন্দ্র দাস, রাজনগর ব্লকের বিডিও সরূপ কুমার পাল, দ্বীপা কর্মকারের পিতা দুলাল কর্মকার সহ অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পুলওয়ামায় শহীদের প্রতিশ্রদ্ধা জানিয়ে বেদিতে পুস্পস্তবদিয়ে এক মিনিটের নিরবতা পালনকরাহয়। পরবর্তীসময় রাধানগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বিধায়ক আজকের শহিদের প্রতি শ্রদ্ধা জানান। অপদিকে আজকর দিনটি ভেলেন্টাইন দিবস হিসাবে সকলকের মধ্যে ভালোবাসার শুভেচ্ছা বিনিময় করেন এরমধ্যে হলঘরে উপস্থিত উনার সহধর্মীনিকেও শুভেচ্ছাবার্তা জানান বিধায়ক। বক্তবের মধ্যদিয়ে বিধায়ক মানবজীবনে খেলাধূলার গুরুত্ব সম্পর্কে সকলের সামনে কিছু বক্তব্য তুলেধরেন। বক্তাদের বক্তব্যশেষে দীপা কর্মকারকে সম্বর্ধনা জানানোহয় তার পাশাপাশি রাধানগর থেকে বিভিন্ন খেলাধূলায় নেশেনাল চ্যাম্পিয়ানদের পুরুষ্কৃত করাহয়। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে সকলের মনে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।