করোনার মাঝেই ঘটে গেল চরম বিপর্যয়। রায়গঞ্জের ২২ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর তাপস দাসকে গুলি করে খুন করার চেষ্টা করল দুষ্কৃতীরা। দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি বাড়ির থেকে কান্তনগর গিয়েছিলেন এলাকা পরিদর্শনে। হঠাৎ করেই দুজন বাইকে করে এসে তপনবাবু কে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি গিয়ে লাগে তার পেটে।
ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তপন বাবু। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। জেলার পুলিশ সুপার সুমিত কুমার নিজে গিয়ে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন। কি কারনে কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লেন ইতিমধ্যে জানার চেষ্টা করছে পুলিশ। বিশাল পুলিশবাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে সমস্ত এলাকাটিকে। এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। কি কারণে তাকে গুলি করা হয়েছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের লোকজনের কাছ থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিরোধিদের চক্রান্ত বা দলের গোষ্ঠি দ্বন্দ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
1270 total views , 1 views today