লকডাউনকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন বিভিন্ন বাজার হাটে। আর তাতে উদ্বেগ আরও বাড়ছে। অভিযোগ, গোঘাট থানা এলাকার অন্তর্গত ভিকদাস বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার হাট বসে। আর এতেই ছিল মানুষের উপচে পড়া ভিড়। দোকানগুলোর সামনে ছিল না কোনও সোশ্যাল ডিসটেন্স। কেউ এসেছে শুধু বিভিন্ন জিনিস কিনতে, আবার কেউ এসেছেন ঘুরতে। এই অবোধ মানুষগুলোর জন্যই সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ। শুধু গোঘাট থানা সংলগ্ন এলাকার বাজারই নয়, আরামবাগ মহকুমার বিভিন্ন গ্রামীণ ও মফঃসলের একাধিক বাজারের ছবিটা এদিন ঠিক এমনটাই ছিল বলে অভিযোগ।
এ বিষয়ে গোঘাটের বিধায়ক মানস মজুমদার বলেন, এলাকার মানুষকে মারণ ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে। তারা যেন খুব প্রয়োজন ছাড়া বাইরে না বের হন। বাজারে গিয়ে ক্রেতা এবং বিক্রেতাকে সোশ্যাল ডিসটেন্স রাখতে বলা হচ্ছে। তা সত্বেও বলছি, বাজারে বা পাড়ার মোড়ে যাতে একসঙ্গে মানুষ জমায়েত না হতে পারে, সেদিকে প্রশাসনের নজর আছে ভিকদাস বাজারে সোশ্যাল ডিস্ট্যান্স বজায় না রেখে জমায়েতের কথাটি তিনি শুনেছেন। স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে ওই বাজার থেকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে চিন্তাভাবনা করছেন।
এই বিষয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন।