জেলা

শিশুমৃত্যু ঘিরে রণক্ষেত্র বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, আক্রান্ত চিকিৎসক

করোনা আবহের মধ্যেই ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শনিবার রাতে বছর তিনের এক শিশুর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিষ্ণুপুর জেলা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা এক শিশুকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। শিশু ওয়ার্ডে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকরা ঐ শিশুটিকে মৃত ঘোষণা করেন।



এরপরেই মৃত ওই শিশুর পরিবারের লোকজন চিকিৎসকদের মারধর করেন বলেন অভিযোগ। ‘আক্রান্ত’ চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দেন। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ মৃত শিশুর বাবা রাজীব রায় ও কাকা রাজ রায়কে আটক করে থানায় নিয়ে যায়।


বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার গৌতম নারায়ণ সরকার চিকিৎসক নিগ্রহের কথা স্বীকার করে বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। একই সঙ্গে চিকিৎসকদের আরও কড়া নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে আবেদন জানানো হয়েছে। ঘটনার পর থেকে থমথমে এলাকা। রয়েছে পুলিশি টহল।

Loading

Leave a Reply