স্বাস্থ্য

শুষ্ক ভ্যাজাইনার সমস্যা দূর করতে ঘরোয়া পদ্ধতি

সেক্সের ক্ষেত্রে বিভিন্ন সময়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় তার মধ্যে একটি পরিচিত সমস্যা হলো শুষ্ক ভ্যাজাইনা। এই শুষ্ক ভ্যাজাইনা মিলন খুবই কষ্টদায়ক করে তোলে৷ বিভিন্ন কারণে মহিলাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও কম জল খাওয়ার ফলে ডিহাইড্রেশন, কখনও মানসিক চাপ, কখনও সেক্সের আগে ফোরপ্লে-র অভাবে এই সমস্যা হয়৷ জেনে নিন কীভাবে ঘরে থাকা জিনিসই লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করে কাটিয়ে উঠতে পারেন এই সমস্যা৷ এর কোনওটা ভ্যাজাইনার ভিতরের দিকের দেওয়ালে লাগিয়ে নিলেই মুক্তি পাবেন যন্ত্রণা থেকে৷

বাজারচলতি যে কোনও লুব্রিক্যান্টের থেকে অনেক সুরক্ষিত অ্যালয় ভেরা জেল৷ তাই ঘরে অ্যালয় ভেরা জেল থাকলে অনায়াসে ব্যবহার করতে পারেন এই জেল৷ নিমেষে ভ্যাজাইনার শুষ্ক ভাব দূর করবে৷

নারকেল তেল সকলের বাড়িতেই থাকে৷ শুধু নারকেল তেল নয়, যেকোনও ন্যাচারাল অয়েলই লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন৷ তবে তেলে বেশি লাগলে কন্ডোম ফেটে যেতে পারে৷ তাই সাবধান থাকুন৷

লুব্রিক্যান্ট হিসেবে চোখ বুজে ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ৷ তবে অ্যানিমাল প্রোটিন শরীরে বেশিক্ষণ থেকে যাওয়া খারাপ৷ তাই সেক্সের পর ভাল করে ভ্যাজাইনা ধুয়ে ফেলুন৷

ভিটামিন ই ক্যাপসুল যে কোনও ক্রিম বা তেলের তুলনায় দ্বিগুণ ময়শ্চারাইজ করতে পারে৷ এই ক্যাপসুল ভেঙে ভ্যাজাইনায় ব্যবহার করা নিরাপদও৷ তবে নারকেল তেলের মতো ভিটামিন ই ক্যাপসুলও কন্ডোম ফাটিয়ে দিতে পারে ৷

Loading

Leave a Reply