করোনার জেরে বিশ্বের বহু দেশেই লকডাউন চলছে। অর্থনৈতিক অবস্থা ক্রমশ সংকটের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন অফিস তার কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ দিয়েছে। মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সে দেশ কর্মীদের বাড়িতে বসে কাজ চালানোর নির্দেশিকা জারি করেছে।মালয়েশিয়ার মহিলা ও পরিবার উন্নয়র মন্ত্রকের তরফে একটি পোস্টার ফেসবুকে পোস্ট করা হয়েছে যেখানে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে মহিলাদের কাজ করার বিষয়ে কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে।
#WomenPreventCOVID19 দিয়ে নির্দেশিকায় বলা হয়েছে, দেশের লকডাউনকে সার্থক করে তুলুন, বাড়িতে স্বামীদের বিরক্ত করা বন্ধ করে। এছাড়া আরও বলা হয়েছে মহিলারা যেমন সেজেগুজে অফিসে আসেন বাড়িতেও যেন একইরকমভাবে অফিসের কাজ শুরু করে। এই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন অনেকে। নারীবাদী বিভিন্ন সংগঠনও এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে। তবে স্বামীদের বিরক্ত না করার নির্দেশিকা কোন সরকার দিচ্ছে এই ঘটনা বোধহয় এই প্রথম ঘটল, এমনটাই বলছেন ওয়াকিবহাল মহল।
1509 total views , 1 views today