ক্রমশ করোনা ভয়াবহ রূপ ধারণ করছে। ভারতবর্ষে এযাবত কালের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত হল আজ। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। আক্রান্ত এবং মৃতের নিরিখে এটাই দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধি বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সূত্রে। যা সর্বমোট আক্রান্তের সংখ্যাকে ৬,৭৬১-তে নিয়ে গিয়েছে। এদের মধ্যে ২০৬ জনের মৃত্যুই করোনা আক্রান্ত হয়ে হয়েছে বলেই নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আজ সকাল থেকে করোনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।
আজ সকালে প্রেস বিবৃতিতে হু থেকে জানানো হয়েছিল ভারতে সংক্রমনের তৃতীয় পর্যায় শুরু হয়ে গেছে। এরপর দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এই বক্তব্যের বিরোধিতা করা হয়। পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ভারতে গোষ্ঠী সংক্রমনের ছবি এখনো পর্যন্ত ধরা পড়েনি। এর কিছুক্ষণ পরেই অবশ্য ভুল স্বীকার করে হু পাল্টা বিবৃতি দেয়। তারা জানিয়ে দেয় এক্ষেত্রে তাদের ভুল হয়েছিল। ভারতে এখনো গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। তবে যেভাবে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা যথেষ্ট চিন্তার বিষয়।