জেলা

অদ্ভুত বিয়ে করে নজির স্থাপন করলেন এই বাম যুবনেতা

বামপন্থীরা অনেক সময় একটু খাপছাড়া, আলাদা কিছু হয়। একসময় মানুষজন বলতেন রাস্তা দিয়ে হাঁটলে নাকি বামপন্থীদের চেনা যায়। এবার ডি ওয়াই এফ আই এর এক রাজ্য নেতা তার নিজের বিয়ের আসরে অভিনব ঘটনার সাক্ষী করালেন সারাদেশের মানুষকে। ৪ ফেব্রুয়ারী এই বিয়ের সাক্ষী থাকল চাকদহ। রানাঘাট ২ ব্লকের আঁইসমালী এলাকার বাসিন্দা স্বরূপ মুখার্জি খুব অল্প বয়স থেকেই বামপন্থী আদর্শে বিশ্বাসী। রানাঘাট ২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাও ছিল সে। বর্তমানে রাজ্য ডি ওয়াই এফ আই নেতা।

৪ তারিখ তার বিবাহ হয় চাকদহের মৌমিতার সাথে। বিবাহের আগে রেজিষ্ট্রেশন এর কাগজে ২ জনই ধর্মের স্থানে হিন্দু না লিখে মানবতা লেখেন। বিবাহের পর “নো এন.আর.সি,নো এন.পি.আর ” প্ল্যাকার্ড হাতে অতিথিদের সাথে মিলিত হন।এই ব্যাতিক্রমী প্রয়াসে অখুশি নন মৌমিতা ও তার পরিবার। স্বরূপের ইচ্ছের দাম দিয়েছেন তারা। বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিনের বাম বিধায়ক রমা বিস্বাস।

আগামী ৬ তারিখের বৌভাতে রক্তদান,চারাগাছ বিতরণ,দুঃস্থদের সাহায্য করবেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের আসরে দুজনের নো এন পি আর, নো এনআরসি লেখা প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। আলোচনা চলছে বিভিন্ন সোশ্যাল সাইট জুড়ে।

Loading

Leave a Reply