বিশ্বজুড়ে করো না মহামারী আকার ধারণ করার পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি বার বার ক্ষোভ উগরে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি হু-এর সঙ্গে চীনের গোপন আঁতাতের কোথাও বলেছেন তিনি। চীনের কথামতো ফুল চলছে বলেও অভিযোগ তুলেছেন ট্রাম্প। এর আগে হু কে আমেরিকার তরফ থেকে সমস্ত অনুদান দেওয়া বন্ধের কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছেদ করল আমেরিকা। শুক্রবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা ঘোষণা করেছেন। সারা বিশ্বকে এই করো না সংকটে ফেলে দেওয়ার জন্য চীন ও হু কে দায়ী করে তিনি একথা ঘোষণা করেছেন। তাঁর অভিযোগ, চীনকে আড়াল করতেই সারা বিশ্বকে করোনার সংকটে ফেলেছে হু। সেই কারণে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আমেরিকা।
এর আগে ওকে সমস্ত অনুদান দেওয়া স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কে বছরে সবচেয়ে বেশি আমেরিকাই সাড়ে ৪০০ মিলিয়ন ডলার অনুদান দিত। ওই টাকা অন্য খাতে ব্যবহার হবে বলে জানিয়েছিলেন। এদিকে বছরে মাত্র ৪০ মিলিয়ন ডলার অনুদান দিয়েই চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চালনা করছে বলে অভিযোগ উঠেছে। তাই তাদের সঙ্গী সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া বাছাই করা কিছু চেনা নাগরিককেও আমেরিকায় আপাতত ঢুকতে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এই অবস্থায় এর সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে স্বাস্থ্যমহল।