ফোন ব্যবহার কমাতে চাইলেও পেরে উঠছেন না? এবার গুগল নিয়ে এসেছে নতুন পদক্ষেপ। ফোনে আসক্তি কমাতে গুগল নিয়ে এসেছে তিনটি অ্যাপ্লিকেশন। যেগুলো হল Envelope ,activity bubbles এবং screen stopwatch নামের অ্যাপ্লিকেশন। এগুলি আপাতত অ্যান্ড্রয়েড ফোনে চলবে বলে জানা গিয়েছে। গুগলের এই পদক্ষেপে ফোনাশক্তি কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড পুলিশ নামের একটি ওয়েবসাইটে এই পদক্ষেপের খবর প্রকাশ পেয়েছে। প্রথমত, envelope অ্যাপ্লিকেশন। এই অ্যাপ ব্যবহার করতে হলে কাগজে এটা প্রিন্ট করে খামের মত ফোনের উপর জড়িয়ে ফেলতে হবে। আর তার ফলে কেবল ফোন ধরা যাবে এবং ডায়াল করা যাবে। একপ্রকার এই অ্যাপের ফলে আপনার ফোন ল্যান্ডফোনের মত কাজ দেবে। আর ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে google pixel 3A ফোনে তা ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত Activity বুব্বলে, এবং screen stopwatch নামের দুটি অ্যাপ। এই অ্যাপ যদিও বিশেষ কয়েকটি ফোনে আপাতত কাজ করবে। কেবলমাত্র ওয়ালপেপার পরিবর্তন করে এই দুই অ্যাপ ব্যবহার করা যাবে। acctivity bubble-এ ওয়ালপেপার সেট করলে নতুন ওয়ালপেপার চলে আসবে। প্রতিবার ফোন ব্যবহার করলেই একটি করে বাবেল এড হবে। আর screen stopwatch অ্যাপ ব্যবহারকারীরা কতক্ষণ ফোন ব্যবহার করছে তা জানতে পারবে। আর গুগোল মনে করছে এভাবেই সতর্কিত মানুষ-জনের ফোন আসক্তি দূর হবে।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে